৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: গাছে ঝুলে রইলো ধর্ষকের লাশ

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৪ AM

© সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ করে সাত আত্মগোপন করার পর ধর্ষকের রফিজ উদ্দিন অপু নামের এক ব্যক্তির গাছের সঙ্গে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পা মাটির সঙ্গে স্পর্শ করে ছিল। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকায় সন্দেহের সৃষ্টি হয়েছে।

রোববার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ নয়াপাড়া গ্রামে গাছের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ। রফিজ উদ্দিন অপু ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ নয়াপাড়া গ্রামের মৃত হোসেন আলীর (চাটু মিয়া) ছেলে।

এলাকাবাসীরা জানায়, রহিজ উদ্দিন অপু গত ৯ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে তার বিরুদ্ধে ১০ ফেব্রুয়ারি ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে বিকেলে ওই ছাত্রী টাঙ্গাইল আদালতে জবানবন্দি দেয়। ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যান অপু। গত সাত দিনেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। পরে রবিবার তার বাড়ির পাশে একটি গাছে ডালে ঝুলে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পা মাটির সঙ্গে স্পর্শ করে ছিল।

ঘাটাইল থানা পুলিশের এসআই মতিয়ার রহমান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬