দুপুর বেলায় তুলে নিয়ে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ

১৫ জানুয়ারি ২০২০, ১২:২৫ PM

© প্রতিকী ছবি

মৌলভীবাজার পৌরসভার স্টেডিয়াম এলাকায় সরকারি মহিলা কলেজের এক ছাত্রীসহ দুই বান্ধবী দুপুর বেলায় ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে স্টেডিয়ামের পেছনের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। তারা হলেন, আকাশ ও মুন্না। আটক দু‘জন মামলার মূল অভিযুক্ত বলে জানা গেছে।

জানা গেছে, দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে শহরের প্রেসক্লাবের সামনে থেকে অটোরিকশায় ওঠে দুই বান্ধবী। এরপর চার যুবক অটোরিকশায় জোর করে উঠে পর্দা টেনে দুই বান্ধবীর হাত বেঁধে ফেলে।

পরে তাদের মৌলভীবাজার জেলা স্টেডিয়ামের পেছনের পাহাড়ি এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে পালাক্রমে ধর্ষণ করে ওই যুকবরা।

একপর্যায়ে ঘটনাস্থল থেকে কৌশলে বেরিয়ে এসে পুলিশে খবর দেন তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে পুলিশ। পরে আত্মীয়স্বজনকে খবর দিয়ে তাদেরকে পরীক্ষা-নিরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, ‘ওই কলেজছাত্রী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন। রাতে অভিযান চালিয়ে আকাশ ও মুন্না নামে দু’জনকে আটক করেছে।’

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬