© টিডিসি ফটো
দোকান থেকে সদাই আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী। গত শনিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নরসিংদী সদরের গাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে শিশুটির ফুফা-ফুফু তাকে ঢামেকে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায়। বর্তমানে শিশুটি পরিবারের সঙ্গে নরসিংদীতে বসবাস করছে। তার বাবা একজন অটোরিকশা চালক।
জানা যায়, বাসার পাশের একটি দোকানে যায়। তখন দোকানি তাকে মুখ চেপে পাশের ঝোঁপে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। পরে শিশুটিকে সেখানে ফেলেই দোকানি পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সকালে তাকে ঢামেক হাসপাতালের ওসিসিতে নিয়ে আসা হয়।
ধর্ষণের ঘটনায় নরসিংদী থানায় একটি মামলা হয়েছে বলেও জানান শিশুটির ফুফু।
ঢামকে পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তার সঙ্গে নরসীংদী থানা পুলিশের কথা হয়েছে। শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।