মজনুকে ১০ দিনের রিমান্ডে চাইবে পুলিশ

০৯ জানুয়ারি ২০২০, ১১:৫১ AM

© ফাইল ফটো

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মজনুকে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দিয়েছে র‌্যাব। আজ বৃহস্পতিবার তাকে আদালতে তুলে পুলিশ ১০ দিনের রিমান্ডে চাইবে বলে জানা গেছে।

একটি সূত্র জানিয়েছে, বেলা ৩টার দিকে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হবে মজনুকে। পরে বিচারক শরফুজ্জামান আনসারীর কোর্টে তোলা হবে তাকে। সেখানে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০দিনের রিমান্ডে নেয়ার আবেদন করবে গোয়েন্দা পুলিশ। 

এর আগে গতকাল বুধবার মজনুকে পেয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে চেয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতে পাঠানো হবে। মজনুর সঙ্গে গ্রেপ্তার অরুণা ও খায়রুলকেও ডিবির কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

গত ৫ জানুয়ারি কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী ধর্ষিত হওয়ার পর ব্যাপক ক্ষোভ-বিক্ষোভের মধ্যে অপরাধীকে ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ধর্ষিতার নিকট থেকে পাওয়া আক্রমণকারীর বর্ণনা ধরে অভিযান চালিয়ে বুধবার ভোর পৌনে ৫টার দিকে রাজধানীর শেওড়া রেল ক্রসিং এলাকা থেকে মজনুকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব।

ভূক্তভোগীর মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালায় র‌্যাব, যে মোবাইলটি মজনু নিয়ে গিয়ে বিক্রি করেছিল অরুণার কাছে, আবার অরুণার কাছ থেকে তা কিনেছিলেন রিকশাচালক খায়রুল।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরার পর সন্ধ্যায় মজনুসহ তিনজনকে গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয় বলে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল জানান।

তিনি বলেন, মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। তারাই এখন পরবর্তী কার্যক্রম করবেন।

ওই তরুণীর বাবা ঘটনার পরদিনই ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। পরে তা তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে।

গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান জানান, বুধবার রাতে তারা মজনুসহ তিনজনকে র‌্যাবের কাছ থেকে বুঝে পেয়েছেন। আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬