মধ্যরাতে শর্ত দিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

২১ নভেম্বর ২০১৯, ০৮:৪২ AM

© ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক শেষে মধ্যরাতে শর্ত দিয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা। গতরাতে প্রায় চার ঘণ্টা বৈঠকের পরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেনট্রাক–কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার (২০ ডিসেম্বর) রাত সোয়া একটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিকেরা ৯ দফা দাবি উত্থাপন জানিয়েছেন। এর মধ্যে যেসব দাবি যৌক্তিক, সেগুলো বিবেচনার আশ্বাস দেয়া হয়েছে। যে লাইসেন্স দিয়ে তাঁরা গাড়ি চালাচ্ছেন, তা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

এর মধ্যে তাঁরা যথাযথ প্রক্রিয়া মেনে কাগজপত্র হালনাগাদ করবেন বলে মন্ত্রী জানান।

বৈঠকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ছাড়াও ট্রাক-কাভার্ড ভ্যান মালিক–শ্রমিক ঐক্য পরিষদ এবং অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫