বিপিসির পাইপলাইন ছিদ্র করে তেল চুরির চেষ্টা, আটক ১

বিপিসির পাইপলাইন ছিদ্র করে তেল চুরির চেষ্টা

বিপিসির পাইপলাইন ছিদ্র করে তেল চুরির চেষ্টা © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহন পাইপলাইন ছিদ্র করে তেল চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। অভিনব কৌশলে পাইপলাইনের ওপর ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে এই অপচেষ্টার প্রস্তুতি নেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার হাদি ফকিরহাট বাজারের উত্তর পাশে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় স্থানীয়রা একটি ডোবায় তেল ভাসতে দেখতে পেয়ে বিষয়টি জানাজানি হয়। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক মাস আগে হাদি ফকিরহাট বাজার এলাকার ওই স্থানে বিপিসির তেল সঞ্চালন লাইনের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়। ঘরটির মালিক মো. আফসার এটি খুলনা সিটি করপোরেশনের সোনাডাঙ্গা এলাকার নাসির উদ্দিনের ছেলে আমিরুল ইসলামের কাছে ভাড়া দেন। ভাড়া নেওয়ার পর আমিরুল একটি সংঘবদ্ধ চক্রের সহায়তায় ঘরের প্রায় ১২ ফুট নিচ দিয়ে যাওয়া বিপিসির পাইপলাইনে ফুটো করে অবৈধভাবে তেল উত্তোলনের চেষ্টা করে।

লাইন ফুটো করার পর অনিয়ন্ত্রিতভাবে তেল বের হতে শুরু করলে আমিরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তেল পাশের ডোবায় প্রবাহিত হলে স্থানীয় লোকজন তা সংগ্রহ করতে ভিড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে নিরাপত্তা বলয় তৈরি করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের বলেন, মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা বিপিসির তেল সরবরাহের পাইপলাইনে ফুটো করে একটি চক্র তেল চুরির চেষ্টা করছিল। ঘটনাস্থল থেকে কয়েক ড্রাম তেল, একটি ড্রিল মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিপিসির কর্মকর্তারা পাইপলাইন মেরামতের কাজ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির এক কর্মকর্তা জানান, পাইপলাইনের ক্ষয়ক্ষতির পরিমাণ ও কী পরিমাণ তেল চুরি হয়েছে তা নিরূপণে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

মিরসরাই থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ মোতায়েন করেছি। বিপিসির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘরের মালিক মো. আফসারের স্ত্রী নুরজাহান বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

বাংলাদেশের শুল্ক কমানোর প্রস্তাব, ইতিবাচক আশ্বাস মার্কিন বা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন সরাসরি-ডাকযোগে
  • ০৯ জানুয়ারি ২০২৬
ব্যালট পেপার পরিবহনে বিশেষ নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশনা
  • ০৯ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে?
  • ০৯ জানুয়ারি ২০২৬
শেষ হলো চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রশ্ন দেখুন
  • ০৯ জানুয়ারি ২০২৬
রাতে খাবার পর যে ৫ অভ্যাসে দূর হবে বদহজম
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9