গফরগাঁওয়ে রেললাইনে নাশকতা, ২৫ জনের বিরুদ্ধে মামলা

রেললাইনে নাশকতা
রেললাইনে নাশকতা  © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে নাশকতার উদ্দেশ্যে রেললাইনের ২০ ফিট লাইন কেটে সরিয়ে ফেলায় ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ ধারায় ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

রোববার দিবাগত রাত ২টা থেকে ৫টার মধ্যে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার উত্তরে সালটিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে। মামলার বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার আরিফ রব্বানী বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় এই এজাহার দাখিল করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী এই ঘটনার সাথে জড়িত।

মামলায় উল্লেখ করা হয়, দুষ্কৃতকারীরা রেললাইনের পাতের সংযোগস্থলের নাট-বল্টু খুলে আনুমানিক ২০ ফুট রেললাইন বিচ্ছিন্ন করে রাখে। এর ফলে অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। রেলের ক্ষতিসাধন ও যাত্রী সাধারণের প্রাণহানির উদ্দেশ্যে করা এই নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়। 

মামলায় রাজনৈতিক যোগসূত্র টেনে এজাহারে দাবি করা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ-১০ আসনের মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মী-সমর্থকরা গত ২৭ ডিসেম্বর থেকে গফরগাঁও এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করে আসছিল। এর আগেও তারা রেললাইনে মাটি ফেলে ও আগুন জ্বালিয়ে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছিল। 

ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনার পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার কারণে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!