১৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
- রাজবাড়ী প্রতিনিধি
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ AM
ঘন কুয়াশার কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানায় ফেরিঘাট কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ( বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টা থেকে ঘন কুয়াশার কারণে নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়। শনিবার ৯টা ৪০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সকালে সরজমিনে দৌলতদিয়া ফেরিঘাট ঘুরে দেখা গেছে, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে শত শত যানবাহন। অনেক যানবাহন ঘাট থেকে ফিরে পদ্মা সেতু হয়ে দেশের বিভিন্ন গন্তব্য যাচ্ছে। অনেক যাত্রী ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে পদ্মা পাড়ি দিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ায় যাচ্ছেন।
আরও পড়ুন: ৯ মাস বন্ধে রাজস্ব ঘাটতি ৩০০ কোটি, চোরাচালানে বিপদে শ্রমিক-ব্যবসায়ীরা
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর ঘাটে আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়ালে পারাপার করছে ফেরিঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে নৌ-দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়। যার মধ্যে ফেরি চালানো ঝুঁকিপূর্ণ।
এ কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখতে হয় জানিয়ে তিনি বলেন, কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফিরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এ নৌরুটে ১৫টি ছোট-বড় ফেরি যাত্রী ও যানবাহন পারাপার করছে।