কুতুবদিয়ায় কাল গোলাবর্ষণ করবে বিমান বাহিনী, এলাকা পরিহারের অনুরোধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ AM
চট্টগ্রামের কুতুবদিয়া বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জ এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। কাল ১৪ ডিসেম্বর সকাল ৮ টা হতে বিকেল ৫টা পর্যন্ত সময়ে এই রেঞ্জে গোলাবর্ষণ করবে বাহিনীর সদস্যরা।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) নাগরিকদের মোবাইলে ম্যাসেজের মাধ্যমে পাঠানো এক সর্তক বার্তায় এই অনুরোধ করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, বিমান বাহিনীর যুদ্ধ বিমান কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে ১৪ ডিসেম্বর সকাল ৮ টা হতে বিকাল ৫টা পর্যন্ত গোলাবর্ষণ প্রশিক্ষণ চালাবে। সকলকে উক্ত সময়ে ঐ এলাকা পরিহার করার জন্য অনুরোধ করা হলো।