এয়ার কম্প্রেসারের পাইপ পায়ুপথে প্রবেশ করিয়ে বাতাস, দিনমজুরের মৃত্যু

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড  © সংগৃহীত

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এয়ার কম্প্রেসারের পাইপ জোর করে পায়ুপথে প্রবেশ করিয়ে বাতাস দেওয়ায় গোলাম রাব্বি (১৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও সহকর্মীরা জানান, কর্মস্থলে দুষ্টামির ছলে সহকর্মী রবিন মিয়া (১৮) কম্প্রেসারের নল রাব্বির শরীরে ধরেন। হঠাৎ জোরে চাপ দিলে পাইপটি রাব্বির প্যান্ট ভেদ করে পায়ুপথে ঢুকে যায়। প্রচণ্ড চাপের কারণে রাব্বি মুহূর্তেই অচেতন হয়ে পড়েন।
 
দ্রুত তাকে এআর অ্যাম্বুলেন্সে করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩০ নভেম্বর) ভোর ২টায় তার মৃত্যু হয়। পরে টঙ্গী পূর্ব থানার এসআই মেহেদী হাসান সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
 
মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত গোলাম রাব্বি তুরাগ থানার গুরগুল্লার মোড় এলাকার বাসিন্দা মো. মামুন ও মোছা মিতুর ছেলে।
 
ঘটনার পর কম্প্রেসার দিয়ে বায়ু প্রবেশ করানোর অভিযোগে সহকর্মী রবিন মিয়াকে আটক করেছে পুলিশ। সে নেত্রকোনার কলমা কান্দার বরকপন গ্রামের সবুজ মিয়া ও চম্পা আক্তারের ছেলে।
 
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুজ্জামান বলেন, সহকর্মীদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতির জেরে গুরুতর এই ঘটনা ঘটে। কম্প্রেসারের নল দিয়ে জোর করে বায়ু প্রবেশ করানোর অভিযোগে রবিন নামে একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশন) রাজু আহমেদ বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রতিষ্ঠানের কোনো গাফিলতি নেই। শ্রমিকরা কাজের ফাঁকে কী করেছে তা আমাদের জানা ছিল না। ঘটনা জানার সঙ্গে সঙ্গে আহত শ্রমিককে অ্যাম্বুলেন্সে করে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। নিহতের পরিবারকে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।


সর্বশেষ সংবাদ