লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক
লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক  © সংগৃহীত

ঋণ জালিয়াতির অভিযোগে লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকরামুল হক, তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান শামীমা নার্গিস হক, এবং তাদের দুই মেয়ে—পরিচালক মুহসিনিনা তৌফিকা ইকরাম ও মুহসিনিনা সারিকা ইকরামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বুধবার (২৬ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, সীমান্ত ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে ইকরামুল হক, শামীমা নার্গিস হক, সারিকা ইকরাম ও তৌফিক ইকরামের বিরুদ্ধে। অনুসন্ধানে দুদক জানতে পারে, যেকোনো সময় তারা বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমন বন্ধ করা প্রয়োজন বলে আবেদন করা হয়।


সর্বশেষ সংবাদ