অনলাইনে বিনিয়োগের প্রলোভনে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার দুই ব্যক্তি
গ্রেপ্তার দুই ব্যক্তি  © সংগ্রহীত

অনলাইনে ইউটিউব সাবস্ক্রিপশন ও ভুয়া ট্রেডিং বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলো— মো. পেয়ার আহমেদ (২৪) ও মোহাম্মদ আলী (৪২)। আজ শুক্রবার (২১ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মুন্সীরহাট বাজার এলাকা থেকে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট তাদের গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি নিজেদেরকে মালয়েশিয়াভিত্তিক ‘ব্র্যান্ড সোল ডিজিটাল মার্কেটিং’ এবং বাংলাদেশি এজেন্ট ‘টাস্ক বিডি অনলাইন ট্রেড’-এর প্রতিনিধি হিসেবে পরিচয় দিত। প্রতারকরা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে ভুক্তভোগীদের ইউটিউব সাবস্ক্রিপশন ও অনলাইন ট্রেডিং বিনিয়োগে আকৃষ্ট করে প্রথমে সামান্য মুনাফা প্রদান করত। 

পরবর্তীতে, ধাপে ধাপে বিকাশ ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিতো এবং এক পর্যায়ে ভুক্তভোগীদের গ্রুপ বা অ্যাপস থেকে সরিয়ে দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক ভুক্তভোগীর কাছ থেকে চক্রটি মোট ২ লাখ ৭৪ হাজার ৮১৬ টাকা আত্মসাৎ করে।

এ ঘটনায় ভুক্তভোগী গত ৬ মে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। মামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সিপিসি আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রতারকদের অবস্থান শনাক্ত করে এবং তারপর পেয়ার আহমেদ ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও সাতটি সিম কার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। চক্রটির অন্য সদস্যরা দুবাই ও সৌদি আরব থেকে পরিচালনা করছে বলেও জানা গেছে। এই মামলার তদন্ত অব্যাহত রয়েছে। সিআইডি জানিয়েছে, অনলাইন প্রতারণা প্রতিরোধে তারা বদ্ধপরিকর এবং সাধারণ জনগণকে ভুয়া অনলাইন অফার ও বিনিয়োগ প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


সর্বশেষ সংবাদ