বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা

নিহত রুহুল আমিন
নিহত রুহুল আমিন  © সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রুহুল আমিন (৩৫) নামে এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার রুস্তমপুর এলাকায় সমিতির পোলের গোড়ার কাছে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ালি মিজি বাড়ির বাসিন্দা মাহমুদ হেসেনের ছেলে। তিনি বেঙ্গল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন ব্র্যান্ডের চা পাতা, দুধ ও চিনি বিক্রি করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ১০টার দিকে রুহুল আমিন মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রুস্তমপুর এলাকার সমিতির পোলের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা দৌড়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী সোনিয়া মোবাইল ফোনে স্বামীর পরিচয় নিশ্চিত করেন। কিছুক্ষণ পর নিহতের পিতা ও ভাই ঘটনাস্থলে এসে লাশ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। হৃদয়বিদারক এ দৃশ্য দেখে আশপাশের লোকজনও অশ্রুসিক্ত হয়ে পড়েন।

স্থানীয়দের ধারণা, রুহুল আমিন ডাকাত দলের হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


সর্বশেষ সংবাদ