ময়মনসিংহে জুলাই শহীদ পরিবারের ওপর হামলায় যুবক নিহত, আহত ৯

নিহত যুবক ইয়াসিন মিয়া
নিহত যুবক ইয়াসিন মিয়া  © সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন। হতাহত ব্যক্তিরা ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ’ সোহেল রানার পরিবারের সদস্য। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়াতলা ইউনিয়নের ছনাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন মিয়ার ওই এলাকার হারুন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছনাটিয়া বিলে বিরোধপূর্ণ জমিতে মাছ ধরতে যায় শহীদ সোহেল মিয়ার ভাই রুবেল মিয়া ও পরিবারের অন্য লোকজন। এ সময় প্রতিপক্ষের লোকজন অস্ত্র নিয়ে হামলা করে। এতে শহীদ পরিবারের অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্বার করে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসক ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়মনসিংহ মেডিকেলে যাওয়ার পথে ইয়াসিনের মৃত্যু হয়। 

এ বিষয়ে গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন বলেন, জমি নিয়ে বিরোধেই মারামারি হয়েছে। এতে শহীদ সোহেল মিয়ার খালাতো ভাই মারা গেছে এবং তাদের পরিবারের লোকজনই বেশি আহত হয়েছেন। 

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ তিনজনকে আটক করেছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ সংবাদ