সেশন ফি দিতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারালেন পলিটেকনিক ছাত্র 

২০ অক্টোবর ২০২৫, ০৪:১৫ PM
 ছুরিকাঘাতে জখম  জাহিদুল আহসান জিহাদকে দেখতে স্থানীয়দের ভিড়

ছুরিকাঘাতে জখম জাহিদুল আহসান জিহাদকে দেখতে স্থানীয়দের ভিড় © সংগৃহীত

গাজীপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাহিদুল আহসান জিহাদ (২১) নামে এক পলিটেকনিক ছাত্র খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার  করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) রাতে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া সফিউদ্দিন রোডে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল্লাহ (২০), স্বাধীন (২০) আলামিন (২৪)। তারা সবাই টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা। অপর একজনের নাম জানা যায়নি। 

জানা গেছে, নিহত জিহাদ আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের আরএসি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৮টার দিকে কলেজ শিক্ষার্থী জাহিদুল আহসান তার মায়ের কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে পলিটেকনিকের চতুর্থ সেশনের ফি রকেটের মধ্যমে জমা দেয়ার জন্য কলেজ রোডের দিকে যাচ্ছিলেন। পথে আউচপাড়ার সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে ঢুকলে  ৪-৫ জন ছিনতাইকারী কলেজ শিক্ষার্থী জাহিদুল তার বন্ধু রহমান  ও আরিফ হোসেনের গতিরোধ করে। 

এ সময় রহমান এবং আরিফ হোসেন দৌড়ে পালিয়ে যায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা ঘটনাস্থলে জিহাদকে একা পেয়ে ছুরিকাঘাত করে। এতে আহত জিহাদ তাদের ধাওয়া করার চেষ্টা করলে অধিক রক্তপাতে ফুটপাতে পড়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে জাহিদুলের মৃত্যু হয়। রাত দেড়টার দিকে টঙ্গীর এরশাদ নগর থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ছুরিকাঘাতে জাহিদুল নামে এক শিক্ষার্থীর নিহত হয়েছেন। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মতলব উত্তরে জুয়ার জমজমাট আসন, বাড়ছে চুরি-ছিনতাই-ডাকাতি
  • ১৭ জানুয়ারি ২০২৬
গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করছে
  • ১৭ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী
  • ১৭ জানুয়ারি ২০২৬
এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে জাতীয়-আন্তর্জাতিক পর্য…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9