জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, পুলিশ সদস্যকে একা পেয়ে পিটিয়েছেন জুলাইযোদ্ধারা

আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে জনতা
আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে জনতা  © সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান’ ঘিরে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে এই উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই বিকেল ৩টার দিকে খামারবাড়ি এলাকায় এক পুলিশ সদস্যকে একা পেয়ে পিটিয়ে আহত করে ‘জুলাইযোদ্ধা ব্যানার’-এর বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের বরাতে জানা গেছে, বেলা আড়াইটার দিকে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে বিক্ষোভকারীরা দিকভ্রান্ত হয়ে পড়ে। অনেকেই ছত্রভঙ্গ হয়ে খামারবাড়ি, লালমাটিয়া আড়ং সংলগ্ন এলাকা এবং ধানমন্ডি ২৭ নম্বরের দিকে চলে যায়।

এর কিছুক্ষণ পর বিকেল ৩টার দিকে খামারবাড়ি এলাকায় দলছুট এক পুলিশ কনস্টেবলকে একা পেয়ে কয়েকজন বিক্ষোভকারী তার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা তাকে ঘিরে পেটাতে থাকে। এ সময় আহত পুলিশ সদস্য হাতজোড় করে বিক্ষোভকারীদের কাছে বারবার ক্ষমা চান এবং বলেন, ‘আমি নিরস্ত্র ও নির্দোষ।’

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ সদস্যকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে। তবে নিরস্ত্র পুলিশ সদস্যকে একা পেয়ে তার ওপর হামলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের শনাক্তের কাজ চলছে।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!