ফেসবুক লাইভে ‘আত্মহত্যা’র ঘোষণা, রেললাইনে মিলল যুবকের দেহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ AM
ফেসবুক লাইভে এসে কান্না করে তুলে ধরছিলেন নিজের ও পরিবারের নানা সংকটের কথা। জানান দেন, আত্মহত্যার পথে যাচ্ছেন তিনি। সবার কাছে ক্ষমাও চেয়ে নেন। এর কয়েক ঘণ্টা পর রেললাইন থেকে তার ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে সীতাকুণ্ড পৌর সদরের মৌলভিপাড়া এলাকায় রেললাইন থেকে মিঠুন দাস নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ছয়টার দিকে মিঠুন লাইভে এসে কাঁদতে-কাঁদতে নিজের ও পরিবারের আর্থিক সংকটের কথা জানান। তিনি জানান, আত্মহত্যার পথে যাচ্ছেন তিনি এবং সবাইকে ক্ষমা প্রার্থনা করেন। পরে রাত সাড়ে আটটার দিকে পাশের একটি রেললাইন থেকে মিঠুনের দেহ উদ্ধার করে পুলিশ।
রেল পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, মিঠুন রাজশাহী জেলার প্রেমানন্দ দাসের ছেলে। তার পরিবার কুমিল্লায় বসবাস করে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে তিনি ট্রেনের নিচে কেটে মারা গেছেন। মিঠুনের ফেসবুক আইডি ‘এম কে মিঠুন’ নামে ছিল। লাইভ–ভিডিওতে তিনি বলেন, ‘কোনো দিন ভাবিনি আমি এ সিদ্ধান্ত নেব… আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আশরাফ ছিদ্দিকী বলেন, ফেসবুক লাইভের তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে মিঠুন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারকে রাতেই খবর দেওয়া হয়েছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।