চবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার মামলায় দারোয়ান গ্রেফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে বাসার দারোয়ান আবুল কাশেমকে (৬০) আটক করা হয়েছে। শনিবার রাত ১১টায় হাটহাজারী থানার ফতেহপুর ইউনিয়নের হেলাল উদ্দিন চৌধুরী পাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাদী হয়ে শনিবার রাত ১২টায় দারোয়ানের বিরুদ্ধে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট সংলগ্ন হাশেম ভিলায় থাকতেন।

মামলা প্রদানের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) শেখ শামীম বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই মামলাটি দায়ের করেন। আটক দারোয়ানকে নারী শিশু নির্যাতন আইনের ১০ ধারা অনুযায়ী ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে আমরা তাকে কোর্টে চালান করি।

প্রসঙ্গত, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ‘সিইউ ফ্রেন্ডস’ নামক একটি ফেসবুক গ্রুপে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক জানান, তার মেয়ে ক্যাম্পাসের রেল স্টেশনের পাশের এক ছাত্রীনিবাসে থাকেন। দু-একদিন আগে ফোনে তার মেয়ে জানিয়েছে, বাসার দারোয়ান পাশের বাসার এক আপুকে যৌন নিপীড়ন করেছেন। পরে বিষয়টি বাড়ির মালিককেও জানানো হয়। কিন্তু বাড়ির মালিক বিষয়টি গুরুত্ব না দেয়ায় ওই অভিভাবক বাধ্য হয়ে ফেসবুকে বিষয়টি তুলে ধরেন। এসময় তিনি সকলের সহযোগিতা চান।

পরবর্তীতে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে পড়লে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হাটহাজারী থানার নজরে আসে। এরপর সূত্র ধরে ভুক্তভোগী শিক্ষার্থীকে সাথে নিয়ে বাসাটি শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে বাসার দারোয়ানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।


সর্বশেষ সংবাদ