সাভারে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার © সংগৃহীত
সাভারের ভাকুর্তা ইউনিয়নের দুদু মার্কেট এলাকার একটি বাউন্ডারির ভেতর থেকে এক অজ্ঞাতনামা যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, সকালে স্থানীয়রা বাউন্ডারির ভিতরে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: ছাত্র সংসদ ও ছাত্ররাজনীতি: প্রভাবের দ্বন্দ্ব নাকি সমন্বয়?
তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি প্রাথমিকভাবে দেখে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ বা নির্যাতন করে হত্যা করা হয়ে থাকতে পারে। বিস্তারিত জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পেছনে কোনো পূর্বশত্রুতা, অপহরণ নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।