নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর চুরি করা সেই যুবক গ্রেপ্তার
- রাজবাড়ী প্রতিনিধি
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ PM
রাজবাড়ীর গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে থেকে জেনারেটর চুরি করার অভিযোগে মো.মিজানুর রহমান (২৪) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান রাজবাড়ী সদরের লক্ষীকোল সোনাকান্দর এলাকার হারুনুর রশিদের ছেলে। এর আগে গতকাল বুধবার(১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী সদর থানার মিজানপুর ইউনিয়ন থেকে ডিবি ও গোয়ালন্দ থানা পুলিশের একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে চুরি যাওয়া জেনারেটরসহ তাকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, গত ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাঙচুরের সময় সেখানে লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। এসময় মিজানুর রহমান নামের এক ব্যক্তি জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হয়। আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে জেনারেটর চুরি কর মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছি।তাকে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় ভক্ত রাসেলের বাবা আজাদ মোল্লার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত মিজানুরকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।