মামাকে কুপিয়ে হত্যা © টিডিসি সম্পাদিত
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মাদক নিয়ে শাসন করার জেরে আনিসুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তাঁর ভাগনে সৌরভ হাসান (১৮)। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সৌরভের বাবা–মা সম্প্রতি মেয়ের চিকিৎসার জন্য ভারতে গেছেন। এ সময় তাঁকে মামা আনিসুর রহমানের বাড়িতে রাখা হয়। কিন্তু সেখান থেকে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে সৌরভ। এ নিয়ে মামা প্রায়ই তাঁকে বকাঝকা করতেন। এতে সৌরভ ক্ষুব্ধ হয়ে ওঠে।
বুধবার বিকেলে আনিসুর ঘরে ঘুমিয়ে থাকাকালে সৌরভ ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আনিসুরকে উদ্ধার করে ঢাকার উত্তরার একটি হাসপাতালে নিলে রাতেই তিনি মারা যান।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, ‘সৌরভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মামা তাঁকে শাসন করায় ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’