বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতাকে কুপিয়ে জখম
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ PM
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা এলাকায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। ঘটনা ঘটেছে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে।
আহতরা হলেন— ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল মৃধা এবং তার ছোট ভাই ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. ঈসা মৃধা। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
আহতদের স্বজনরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম শরীফের বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় রাসেলের বাড়ির কয়েকটি হাঁস শাহ আলমের মেয়ে লিলি ধরে নিয়ে যাওয়ায় খবর পেয়ে রাসেল হাঁস ফেরত চাইতে গেলে শাহ আলমের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এরপর ক্ষিপ্ত হয়ে শাহ আলম, আব্বাস, মোস্তফা ও মুছাসহ কয়েকজন দুর্বৃত্ত রাসেলকে এলোপাতাড়ি মারধর করেন। রাসেলের চিৎকার শুনে ঈসা সেখানে গেলে দুই ভাইকে পিটিয়ে কুপিয়ে জখম করা হয়।
আরও পড়ুন: শিশির মনিরকে ঢাবির আইনজীবী নিযুক্ত করায় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদের ক্ষোভ
স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে পাঠানো হয়েছে।
অভিযোগ প্রাপ্ত আওয়ামী লীগ নেতা শাহ আলম শরীফের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”