গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

আসাদুজ্জামান তুহিন
আসাদুজ্জামান তুহিন  © সংগৃহীত

গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান তুহিন (৫০) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর ব্যুরো প্রধান ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে সাংবাদিক তুহিনের সঙ্গে ৪-৫ জন যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় তুহিন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে যাওয়া বাসন থানার এসআই জহিরুল ইসলাম বলেন, নিহত তুহিন একজন গণমাধ্যমকর্মী। তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিহত আসাদুজ্জামান তুহিন মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, এই হলো গাজীপুর চৌরাস্তা।’


সর্বশেষ সংবাদ