চবির লাঞ্ছিত সেই ছাত্রীর মামলা দায়ের

  © সংগৃহীত

পাবলিক বাসে লাঞ্ছিত হওয়ার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভুক্তভোগী সেই শিক্ষার্থী চট্টগ্রামে কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শুক্রবার বিকেলে তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা দায়ের করেন।

এর আগে ১১ এপ্রিল (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় থেকে নগরীর নিউমার্কেট যাওয়ার পথে বাসের হেল্পার দ্বারা শারিরীক নির্যাতনের শিকার হন চবির ঐ ছাত্রী। তাৎক্ষণিক বাস থেকে লাফিয়ে নিজের আত্মরক্ষা করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ভুক্তভোগী ঐ ছাত্রী বাদী হয়ে শুক্রবার বিকেলে একটি মামলা দায়ের করেন। আমরা মামলাটি গ্রহণ করেছি। বাস মালিক সমিতিকে ডাকা হয়েছে। আমাদের একটা টিম তদন্তের কাজ করে যাচ্ছে। আসামীদের সনাক্ত করার চেষ্টা করছি আমরা। আসামীদের সনাক্ত করতে পারলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে সহপাঠী লা‌ঞ্ছিত হওয়ার প্র‌তিবা‌দে শুক্রবার জুমার নামাজের পর বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌জিরো প‌য়ে‌ন্টে মানববন্ধন ক‌রে‌ছে বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা।

এসময় মানববন্ধ‌নে বক্তারা বলেন, ৩ নং বা‌সের অ‌ভিযুক্ত হেল্পার ও ড্রাইভার‌কে চি‌হ্নিত ক‌রে শা‌স্তির আওতায় আনতে হবে। পাশাপাশি এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘ‌টে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে প্রশাসনের কাছ থেকে যথাযথ বিচার না পে‌লে ক্লাস বর্জন সহ প্র‌য়োজনীয় পদ‌ক্ষেপ গ্রহ‌নের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আরো দেখুন: মাইয়াটারে ধর শালা, চলন্ত বাস থেকে লাফিয়ে বাঁচলো বর্ষা


সর্বশেষ সংবাদ