বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ছেলে-বাবাসহ ৩ জনকে কুপিয়ে জখম

২৩ জুলাই ২০২৫, ১০:১৪ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ১০:৩৭ PM
ঝিকরগাছা থানা

ঝিকরগাছা থানা © সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবদল কর্মী, তার বাবা ও ফুফাতো ভাইকে কুপিয়ে জখম করা হয়।

সোমবার (২১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার নাভারণ ইউনিয়নের চান্দেরপোল মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে যুবদল কর্মী আরাফাত হোসেন লাল্টুর (৩৫) হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মাথা ও ঘাড়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মঙ্গলবার (২২ জুলাই) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। লাল্টু উপজেলার গুণনগর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় লাল্টুর পক্ষীয় রুবেলকে চান্দেরপোল মোড়ে ধরে আনেন তার প্রতিপক্ষরা। এ সংবাদ জানতে পেরে ঘটনাস্থলে ছুটে লাল্টু, তার বাবা মতলেব হোসেন ও ফুফাতো ভাই মামুন। তখন প্রতিপক্ষ মিজান, সোহাগ ডাক্তার, রশিদ ও রেজা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত লাল্টুর ওপর হামলা চালায়। দা ও চাইনিজ কুড়ালের আঘাতে লাল্টুর ডান হাতের কব্জি অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা ও ঘাড়ে মারাত্মক জখম হয়।

লাল্টুর দুলাভাই শাহাজান জানান, তাকে বাঁচাতে গেলে লাল্টুর বাবা ও মামুন হামলার শিকার হন। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তখন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। চিকিৎসকদের বরাতে তিনি আরও জানান, লাল্টুর হাতের কব্জি কেটে ফেলতে হতে পারে।

স্থানীয়দের মতে, উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নীর অনুসারী গুণনগর গ্রামের আরাফাত হোসেন লাল্টু ও রুবেলের সঙ্গে বিরোধ চলছিল সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু অনুসারী মিজান, সোহাগ ডাক্তার, রশিদ ও রেজাদের। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন বলেন, অপরাধী যেই হোক, দলে তার ঠাঁই হবে না। বিএনপি বা তার অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে কোনো বিশৃঙ্খলা করার উপায় নেই। আর অপরাধীকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ গাজী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল চলছিল। এ ঘটনা তারই জের। মামলা প্রক্রিয়াধীন।

৭ম নিয়োগ গণবিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 
  • ১৮ জানুয়ারি ২০২৬
একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে: জামায়াত
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রতিটি কেন্দ্রে সিসিটিভির বিষয়টি আশ্বস্ত করেছেন প্রধান উপদ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
নির্বাচনে কোন কারচুপি চলতে দেয়া হবে না: হামিম
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে মিডল-অর্ডারেই খেলবেন হৃদয়, জানিয়েছেন লিটন
  • ১৮ জানুয়ারি ২০২৬
রামগঞ্জে বিএনপির এমপি প্রার্থী শাহাদাত সেলিমকে শোকজ 
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9