কাভার্ডভ্যান থেকে ৭ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ

জব্দ করা অবৈধ মালামাল
জব্দ করা অবৈধ মালামাল  © টিডিসি ফটো

ভোলায় এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২০ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল, ৮০ কেজি অবৈধ পলিথিন, ৫ হাজার ৮৮৯ পিস আতশবাজি ও ১৯ হাজার ৬০০ শলাকা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ করেছে কোস্টগার্ডের ভোলা বেইস।

শনিবার (৫ জুলাই) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত শুক্রবার বিকেলে জেলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫ টায় কোস্টগার্ডের ভোলা বেইস শহরের কালিনাথ রায়ের বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় ঢাকা থেকে থেকে ভোলাগামী এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৭ কোটি ৮ লাখ ২ হাজার ৩৬০ টাকা মুল্যের অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে।’

পরবর্তীতে জব্দকৃত জাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। এ ছাড়া নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরে, সিগারেট বরিশাল কাস্টমসে ও আতশবাজি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

হারুন-অর রশিদ আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড কতৃক শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence