ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের পাল্টা স্লোগান, অস্ত্রসহ গ্রেপ্তার ৪
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৫:২২ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১০:৩০ PM
জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত একটি মিছিলে দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিলে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার (২০ জুন) বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশে ডিসি রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. শুক্কর (১৯), মো. জিহাদ (১৯), রাহিম (১৯) ও সুমন (১৮)।
মিরপুর থানা সূত্র জানা যায়, গতকাল শুক্রবার গোপন সংবাদের মাধ্যমের জানা যায়, জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী অর্থের বিনিময়ে বস্তি এলাকা থেকে লোকজন সংগ্রহ করে মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশপাশ এলাকায় অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অনেকে পালিয়ে গেলেও শুক্কর, জিহাদ, রাহিম ও সুমন নামের চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি তাজা ককটেল, একটি লোহার চাপাতি, দুইটি চাকু, একটি লোহার দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন এবং একটি চেইন স্পোকেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তারা ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবিতে আয়োজিত ছাত্রদলের মিছিলে নাশকতার উদ্দেশ্যে স্লোগান দিয়ে পাল্টা মিছিল করছিলো।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।