রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৬২

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬২
রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬২  © সংগৃহীত

রাজধানী ঢাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে নিয়মিত মামলার আসামি থেকে শুরু করে ওয়ারেন্টভুক্ত পলাতক, পেশাদার ছিনতাইকারী, মাদক কারবারি, চোর ও সন্ত্রাসীসহ মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩

বুধবার (৪ জুন) দিনভর চালানো এই অভিযানে তেজগাঁও থানা এলাকা থেকে ৫ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১ জন, মোহাম্মদপুর থানা থেকে ৩০ জন, আদাবর থানা থেকে ২১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে বিভিন্ন মামলার পলাতক আসামি, বিচারাধীন মামলার অভিযুক্ত ব্যক্তি, আদালতের সাজাপ্রাপ্ত আসামি, নিয়মিত অপরাধী এবং সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্যরা। বিশেষ করে মাদক বিক্রেতা, চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে অভিযান চালানো হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এর নেতৃত্বে ও নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানা পর্যায়ের অফিসার ইনচার্জরা। নিয়মিত টহল টিমের পাশাপাশি অভিযান পরিচালনাকারী বিশেষ ইউনিটগুলোকে সমন্বয় করে এ অভিযান কার্যকরভাবে সম্পন্ন করা হয়।


সর্বশেষ সংবাদ