আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইসকন নেতা চিন্ময় দাসকে

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী  © সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৫মে) সকালে শুনানি শেষে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি বলেন, আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করেছেন। চিন্ময় কৃষ্ণ দাসের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা আদালতে হাজির করা হয়নি কিন্তু ভার্চুয়াল শুনানিতে জেলখানা থেকে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে থাকা  আরও তিন মামলার শুনানি মঙ্গলবার (৬ মে) হবে। 

এর আগে, রবিবার (৪ মে) আলিফ হত্যা মামলা, পুলিশের কাজে বাধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ মোট চারটি মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। 


সর্বশেষ সংবাদ