মেজর সিনহা হত্যা মামলা: এক মাসের মধ্যে রায়ের দাবি

সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন সংগঠনটির সদস্যরা
সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন সংগঠনটির সদস্যরা

‎উচ্চ আদালতে আগামী এক মাসের মধ্যে মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি শেষে রায় দেওয়ার দাবি জানিয়েছেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে রায় দেওয়ার সাতদিনের মধ্যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসি কার্যকর করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন সংগঠনটির সদস্যরা। 

‎সংবাদ সম্মেলনে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ বলেন, ২০২২ সালের ৩১ জানুয়ারি মেজর সিনহা হত্যা মামলার রায় দেওয়া হয়। রায়ে পুলিশ পরিদর্শক লিয়াকত আলী এবং টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন এবং সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়। মাত্র ৩০ কার্যদিবসে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। বর্তমানে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হাইকোর্টের বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে চলমান রয়েছে। আগামী এক মাসের মধ্যে আপিল শুনানি শেষে রায় ঘোষণা করতে হবে। সেই সঙ্গে রায় ঘোষণার পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে তা কার্যকর করতে হবে। অন্যথায় এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন তাদের সাবেক সহকর্মী হত্যার রায় কার্যকর করার দাবিতে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবে।

‎লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন বলেন, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার জেলার টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ চেকপোস্টে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান। এ ঘটনায় নিহতের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে মামলা দায়ের করলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) তদন্ত শেষে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মেজর সিনহা হত্যাকাণ্ড ছাড়াও স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে প্রদীপ কুমার দাশ তার কর্মকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে টেকনাফে এক ভয়ভীতির রাজত্ব কায়েম করেছিলেন। ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি তথাকথিত ক্রসফায়ার'-এ অন্তত ১৪৫ জনকে হত্যা করেছেন ও ক্রসফায়ার বাণিজ্যের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন। এমনকি, ২০০৪ সালে চট্টগ্রামে কর্মরত অবস্থায় এক নারীকে জমি দখলের চেষ্টা করায় তিনি বরখাস্তও হয়েছিলেন।

তিনি বলেন, সিনহা হত্যা মামলার রায় এদিক-সেদিক করতে কারো হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা লেফটেন্যান্ট করলেন সাখাওয়াত, আহ্বায়ক লেফটেন্যান্ট কমান্ডোর (অব.) মেহেদি, উপসংগঠক সৈনিক নাইমুল হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেজর রাজিবুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ক্যাপ্টেন (অব.) শুভ আফ্রিকা, সাবেক নৌবাহিনী কর্মকর্তা সাঈদ আলী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!