গাইবান্ধায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

  © ফাইল ফটো

গাইবান্ধার ফুলছড়িতে হিরা খাতুন (৩৩) নামের এক নারী এনজিও কর্মীর লাশ উদ্ধার করছে পুলিশ। নিহত হিরা খাতুন নাটোর জেলার সিংড়া উপজেলার বনগ্রামের হাবিবুর রহমানের মেয়ে। তিনি প্রশিকা এনজিওয়ের ফুলছড়ি উপজেলার মদনের শাখার মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন। 

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার মদনের পাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ফুলছড়ির উপজেলার মদনের পাড়া শাখার প্রশিকা এনজিও ম্যানেজার গ্রাহকদের কোটি টাকা নিয়ে পালিয়েছেন।  গতকাল বুধবার তদন্ত হয়। ওই এনজিওর নারী কর্মী হিরা খাতুন অফিস থেকে বাসায় ফিরে আসেন। বৃহস্পতিবার সকালে মোটরে পানি তুলে গোসল করেন। কিন্তু অফিসে যাননি। তার শয়ন কক্ষ থেকে অসংখ্যা ফোনের রিংয়ের শব্দ আসলেও তিনি রিসিভ করছেন না। এভাবে ঘন্টা পার হলে বাসার মালিক ও তার সহকর্মীরা ঘরের দরজায় ধাক্কাধাক্কি করে। এতে কোন সাড়া না দিলে তারা ঘরে আড়ার ফাঁক দিয়ে মোবাইলে আলো দিয়ে দেখতে পান তিনি সিলিংয়ের সাথে নিজের পড়নের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ওই নারী এনজিও কর্মীরা লাশ উদ্ধার করে।

বাসার মালিক শহিদুর রহমান বলেন, আমরা শুনছি প্রশিকা মদনের পাড়া শাখার ম্যানেজার সুরেষ চন্দ্র বর্মন গ্রাহকদের কোটি টাকার উপরে নিয়ে গত রোজার ঈদের পালিয়েছেন। গ্রাহকরা তাদের টাকা ফেরতের জন্য কর্মী হিরাসহ শাখার দায়িত্ব কর্তৃপক্ষকে চাপ দেয়। গ্রাহকদের এই টাকার  চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রশিকার  বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন  দাবি করেন, মোদনের পাড়া শাখার ম্যানেজার সুরেষ চন্দ্র ঈদের  ছুটিতে বাড়ি গিয়ে এখনো অফিসে যোগদান করেন নাই। বর্তমানে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে জানতে পারি তিনি এ শাখার প্রায় কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। গ্রাহকদের যে পরিমাণ টাকা নিয়ে গেছে তাদের প্রমাণ সাপেক্ষে বুঝিয়ে দেওয়া হবে। তারপরও হিরা খাতুন কেন আত্মহত্যা করেছেন তা আমার জানা নেই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল রানা সালু বলেন, আমি কিছুদিন ধরেই শুনতেছি প্রশিকা মদনের পাড়া শাখার ম্যানেজার নাকি গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে পালিয়েছে। সেকারণেও তাদের কর্মী আত্মহত্যা  করতে পারে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির স্বজনরা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence