কলাবাগানে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাওয়া গেছে ‍চিরকুট

২২ এপ্রিল ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২৪ PM
পিনাক রঞ্জন সরকার

পিনাক রঞ্জন সরকার © সংগৃহীত

রাজধানীর কলাবাগানের হাতিরপুল এলাকায় একটি ফ্ল্যাট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিনাক রঞ্জন সরকার (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১টায় বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুজ্জামান।

পিনাক রঞ্জন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহে।

এদিকে পিনাক সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারের নোটসে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’– লিখে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তার সহপাঠীরা।

তারা জানান, সোমবার রাতে পিনাক রঞ্জনের ফেসবুকের মেসেঞ্জার নোটসে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখাটি তারা দেখতে পান। এটা দেখে পিনাকের রুমমেট ও সহপাঠী জাহিদুল ইসলাম অফিস থেকে এসে দেখেন কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ। তিনি তখন ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ওসি মুক্তারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে আমরা এই মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করছি। সামাজিক যোগাযোগে তার লেখা চিরকুট পাওয়া গেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্লাটশেমিংয়ের শিকার এনসিপি নেত্রী মিতু, প্রকৃত তথ্য তুলে ধর…
  • ০২ জানুয়ারি ২০২৬
জানুয়ারিজুড়ে শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ০২ জানুয়ারি ২০২৬
পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক ভিডিও, চাকরি থেকে …
  • ০২ জানুয়ারি ২০২৬
আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের নি…
  • ০২ জানুয়ারি ২০২৬
বিটিআরসি ভবনে হামলা-ভাংচুরের ঘটনার ব্যাখ্যা দিয়ে ব্যবসায়ীদে…
  • ০২ জানুয়ারি ২০২৬
জকসু আয়োজন নিয়ে সরকার ও প্রশাসনকে কড়া হুঁশিয়ারি শিবির সভাপত…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!