চাকরির প্রলোভনে ৭০ লাখ টাকা ঘুষ ও যৌন নির্যাতন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

২২ এপ্রিল ২০২৫, ০৮:৫১ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৩ PM
ঝাউদি শেখ শহিদুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল আবেদীন লুৎফরকে গ্রেপ্তার করেছে পুলিশ

ঝাউদি শেখ শহিদুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল আবেদীন লুৎফরকে গ্রেপ্তার করেছে পুলিশ © সংগৃহীত

মাদারীপুরে চাকরির প্রলোভনে ৭০ লাখ টাকা ঘুষ বাণিজ্য ও এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলায় ঝাউদি শেখ শহিদুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল আবেদীন লুৎফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এর আগে তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, লুৎফরকে প্রধান শিক্ষকের পদ থেকে দেড় বছর আগে বরখাস্ত করা হলেও নিয়মিত বেতন-ভাতা তোলেন তিনি।

জানা গেছে, ২০২৩ সালের ২৪ জুন মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন এলাকার শেখ শহিদুল উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী, পরিচ্ছন্ন কর্মী, নাইট গার্ড ও আয়া পদে নিয়োগ দিতে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এ সময় ডিজির প্রতিনিধি, মাদারীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, মাদারীপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরীক্ষার আগে আয়া পদে নিয়োগ দিতে ঘুষ নেওয়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। 

প্রধান শিক্ষক লুৎফর চাকরি দেওয়ার কথা বলায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিরাইপারা গ্রামের লাভলী শেষ সম্বল জমি বিক্রি করে ৫ লাখ টাকা দেন। এরপর থেকে চার বছর ধরে তিনি স্কুলে বিনা বেতনে কাজ করেন। কিন্তু তিনি পরীক্ষায় পাস করলেও বেশি টাকার বিনিময়ে ওই পদে ঝাউদি ইউনিয়নের গুহাতলা গ্রামের একজনকে নিয়োগ দেওয়া হয়। চাকরি না পেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন লাভলী। 

অপরদিকে অফিস সহকারী, পরিচ্ছন্ন কর্মী, নাইট গার্ড পদে চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৭০ লাখ টাকা ঘুষ বানিজ্য করেন শিক্ষক লুৎফর। টাকার নিরাপত্তা বাবদ চার জনকে ব্যাংকের চেক দেন তিনি। পরে চাকরি দিতে না পারায় ও টাকা ফেরত না দেওয়ায় তার বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। এর পরই বাড়ি ছেড়ে পালিয়ে যান লুৎফর। 

পরবর্তীতে কাজী আলমগীর হোসেনের দায়ের করা ২৫ লাখ টাকার মামলায় লুৎফরকে এক বছরের কারাদণ্ডসহ চারটি এনআই অ্যাক্টের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ সব ঘটনার সত্যতা পেয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর প্রধান শিক্ষক পদ লুৎফরকে সাময়িক বরখাস্ত করা হয়।

মাদারীপুর দুদক কার্যালয়ে ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, ঝাউদি শেখ শহিদুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে চাকরী দেওয়া কথা বলে কাঞ্চন মোল্লা, ইয়ামিন মোল্লা, আল আমিন হাওলাদার, কাজী আলমগীর হোসেন, লাভলী আক্তার, কুলসুম আক্তার, ফাতেমা আক্তার ও বিল্লাল শিকদারসহ বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন প্রধান শিক্ষক লুৎফর। 

২০২৩ সালের ২৪ জুন নিয়োগ পরীক্ষায় চাকরি থেকে বঞ্চিত হন আট চাকরিপ্রার্থী। পরে দুর্নীতি দমন কমিশনে গণশুনানি, ডিসি অফিস, ইউএনও অফিস ও উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়। তারা তদন্ত করে সত্যতা পেয়েছেন। ঘুষ প্রদানের প্রমাণ হিসেবে ব্যাংক চেকসহ অডিও, ভিডিও রেকর্ড রেখে দেন ভুক্তভোগীরা।

আরো পড়ুন: বেরোবির দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ঘিরে রাতেও বিক্ষোভ

তাদের অভিযোগ, বর্তমানে বেতন কাঠামো চালু হওয়ার সুযোগ নিয়ে সরকারি টাকা আত্মসাৎ করে আসছেন এক বছরের সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার আসামি ও বরখাস্ত হওয়া শিক্ষক লুৎফর। এছাড়া তার বিরুদ্ধে এক চাকরিপ্রার্থী নারীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। 

ভুক্তভোগী ইয়ামিন মোল্লা ও কাঞ্চন মোল্লা বলেন, অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে তাদের দু’জনের কাছ থেকে ১২ লাখ টাকা ঘুষ নিয়েছেন প্রধান শিক্ষক লুৎফর। কিন্তু তাদেরকে চাকরি দেননি তিনি। একপর্যায়ে টাকা ফেরত না পেয়ে তার দেওয়া ব্যাংক চেক দিয়ে মামলা দায়ের করেন কাঞ্চন। তবে ইয়ামিনের কাছে কোনও প্রমাণ না থাকায় মামলা করতে পারেননি। এ ঘটনায় ঘুষ বাণিজ্যকারীদের কঠোর শাস্তি ও টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লুৎফরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এসআই ইব্রাহীমের প্রচেষ্টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক চেক জালিয়াতির মামলা রয়েছে। তিনি একটি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9