জাতীয় স্মৃতিসৌধে আ. লীগের ঝটিকা মিছিল, জনতার ধাওয়া, আটক ৩

জাতীয় স্মৃতিসৌধে আ. লীগের  
 পক্ষে ঝটিকা মিছিল
জাতীয় স্মৃতিসৌধে আ. লীগের পক্ষে ঝটিকা মিছিল  © সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করতে দেখা গেছে। এ সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং আশুলিয়ার কলমা এলাকার মো. সোহেল পারভেজ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে ফিরে যাওয়ার পথে প্রায় ৫০ জনের একটি দল আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে ‘মুক্তিযোদ্ধা সংসদের পতাকা’ দেখা গেছে। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে মারধর করে। একপর্যায়ে পুলিশ এসে তিনজনকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে যায়। 

এসময় পুলিশের গাড়ী থেকে আটককৃতদের একজনকে বলতে শোনা যায়,‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান। জাতীয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের অবদান। তাই শ্রদ্ধা জানাতে এসেছিলাম।’

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির জানান, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence