পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

১৬ মার্চ ২০২৫, ০৯:০৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৮ AM
অভিযুক্ত শ্বশুর

অভিযুক্ত শ্বশুর © সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৬ মার্চ) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এর আগে, শনিবার রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত আহসান উল্যাহ (৫৫) একই ওয়ার্ডের মৃত আলী আহামদের ছেলে।  

ভুক্তভোগী গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী। তিনি তার এক কন্যাসন্তান নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে একই বাড়িতে আলাদা কক্ষে বসবাস করছিলেন। অভিযোগে বলা হয়েছে, শ্বশুর আহসান উল্যাহ বিভিন্ন সময় তাকে কুরুচিপূর্ণ কথা বলতেন এবং অশ্লীল ইঙ্গিত দিতেন। বিষয়টি স্বামী ও শাশুড়িকে জানালেও তারা আমলে নেননি।  

গত সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ওই গৃহবধূ ঘুমিয়ে থাকা অবস্থায় শ্বশুর কৌশলে তার কক্ষে প্রবেশ করে। এরপর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে যায়। ঘটনার পর গৃহবধূ তার স্বামী ও শাশুড়িকে জানান।  

বিষয়টি জানার পর পরিবারের কেউ ব্যবস্থা না নেওয়ায় ভুক্তভোগী আইনের আশ্রয় নেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬