ধর্ষণবিরোধী মিছিল থেকে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু

১০ মার্চ ২০২৫, ০১:৫২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৫ PM
এ ঘটনার পর হাসপাতালে ভিড়

এ ঘটনার পর হাসপাতালে ভিড় © সংগৃহীত

নারায়ণগঞ্জে শিশু আসিয়া ধর্ষণের বিচারের প্রতিবাদে আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে অপূর্ব (২৩) নামে এক ছাত্রদল কর্মী ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেছেন। রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার চাষাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব সদরের মাসদাইর বেকারী মোড় এলাকার মোহাম্মদ খোকনের ছেলে।

অপূর্বের ওপর হামলা চালানো ছিনতাইকারী সম্রাটকে (২০) ঘটনাস্থলে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ওই সময় তাকে মারধর করে হাসপাতালে নিয়ে যান তারা। এরপর সেখান থেকে এই ছিনতাইকারীকে নিয়ে যায় পুলিশ। আটক সম্রাট শহরের গলাচিপা কলেজ রোডের মোহাম্মদ হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেন, একটা শিশুর ধর্ষণের প্রতিবাদে আমরা মশাল মিছিল করি। কিন্তু এরপরই আমার একজন কর্মীর সাথে এমন ঘটনা কোনোভাবে মেনে নেয়ার মত নয়। আমি এর সর্বোচ্চ শাস্তি কামনা করছি।

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, শিশু আসিয়া ধর্ষণের প্রতিবাদে চাষাড়ায় মশাল মিছিল করি। মিছিল শেষে যে যার বাসায় চলে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে জানতে পারি আমাদের কর্মী অপূর্বকে এক ছিনতাইকারী ছুরিকাঘাত করে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আমরা ছিনতাইকারীকে ধরে ফেলি। আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, ছুরিকাঘাতে অপূর্ব নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় সম্রাট নামের এক যুবককে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আটকের পর গণধোলাই দেয়। ঘাতক সম্রাট বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের করণীয় কী, প্রার্থিতা ফিরে পেত…
  • ০৪ জানুয়ারি ২০২৬
গুগল এআইয়ে ভুল স্বাস্থ্য তথ্যে ঝুঁকিতে মানুষের জীবন
  • ০৪ জানুয়ারি ২০২৬
ব্রুকলিনের বন্দিশিবিরে নেওয়া হচ্ছে মাদুরোকে, খোঁজ নেই স্ত্র…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাকায় কুয়াশার সঙ্গে থাকবে বাতাসের দাপট, সূর্যের দেখা কি মিল…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাকা-৭ আসনে জামায়াতের প্রার্থীর পেশা ব্যবসা, আছে ১১৬ কোটি ট…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!