ভোলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩
- ভোলা প্রতিনিধি
- প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৫, ১২:১৫ PM

ভোলায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। আজ শুক্রবার (৮ মার্চ) মধ্যরাতে সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কালিমুল্লাহ (৫০), মো. হাবিব উল্লাহ খোকন (৩৫), মো. শাকিল (৩০)। পরে তাদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার আসামিরা গত ৪ মার্চ মঙ্গলবার একদল লোকদল নিয়ে ভোলা শহরের খালপাড় এলাকায় একটি দোকানঘর দখল করতে যান। এমন খবর পেয়ে সেখানে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালান গ্রেপ্তার আসামিরাসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জন। এতে আহত হন ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলা টাইমসের প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, অনলাইন ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন, সাংবাদিক লিটন শেখসহ তিন-চারজন গণমাধ্যমকর্মী। পরে তাদের উদ্ধার করে ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
আরও পড়ুন: বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬
এ ঘটনায় ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন ভোলা সদর মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-৩০ জনের লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করে ভোলা সদর মডেল থানা। মামলা নং- ৪/১১৯, তারিখ-৪/৩/২০২৫।
র্যাব-৮-এর ভোলা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে একটি দল আসামিদের অবস্থান শনাক্ত করে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় শুক্রবার রাতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ১ নম্বর আসামী মো. কালিমুল্লাহ, ২ নম্বর আসামী মো. হাবিব উল্লাহ খোকন ও ৪ নম্বর আসামি মো. শাকিলকে গ্রেপ্তার করে।