জলাতঙ্কের ভ্যাক্সিন পেতে টাকা নেওয়ার অভিযোগ

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় তোলা ছবি
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় তোলা ছবি  © টিডিসি ফটো

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি জলাতঙ্কের ভ্যাক্সিন পেতে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালের ই.পি.আই কক্ষে দায়িত্বে থাকা কর্মচারী জয়নাল মিন্টুর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।  

স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধে কুকুর ও বিড়াল কামড়ানো রোগীদের বিনামূল্যে ভ্যাক্সিন দেওয়ার কথা। কিন্তু হাসপাতালে এসে দেখা যায়, বিনামূল্য ভ্যাক্সিনের বদলে টাকা দিতে বাধ্য করা হচ্ছে। অনেক রোগী জানিয়েছেন, তারা প্রতিটি ডোজের জন্য ১৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত দিয়েছেন।  

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিড়ালে কামড়ানো মোছা. আমেনা বেগম (৫৫) অভিযোগ করেন, আমার ছেলে বলেছে হাসপাতালে বিনামূল্যে ভ্যাক্সিন পাওয়া যাবে। কিন্তু এখানে এসে দেখি সরকারি ভ্যাক্সিন নেই, যা দেওয়া হচ্ছে সেটার জন্য টাকা দিতে হচ্ছে। তিনটি ডোজ নিতে গিয়ে আমাকে তিনবার ১৫০ টাকা করে দিতে হয়েছে। 

একই অভিযোগ করেন ডিমলা সদর ইউনিয়নের মো. জমির উদ্দিন (৬৪)। তিনি বলেন, হাসপাতালে এসে প্রথম ডোজের জন্য ১৫০ টাকা দিয়েছি। দ্বিতীয় ডোজ নিতে গেলে ২৫০ টাকা চাওয়া হয়। টাকা না থাকায় তখন নিতে পারিনি। পরে ৫০০ টাকা দিয়ে ভ্যাক্সিন নিলে আমাকে ৩৫০ টাকা ফেরত দেওয়া হয়। এখন তৃতীয় ডোজ নিতে আবার ১৫০-২৫০ টাকা লাগবে বলে জানানো হয়েছে।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক দিনমজুর বলেন, কুকুর কামড়ানো ভ্যাক্সিন নিতে এসে দেখি ২০০-৫০০ টাকা ছাড়া মেলে না। দিনমজুরি করে এত টাকা জোগাড় করা আমাদের জন্য কঠিন।

এ বিষয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সরকারি সরবরাহ থাকলে ভ্যাক্সিন ফ্রি দেওয়া হয়। তবে কখনো কখনো হাসপাতালের মজুত শেষ হয়ে গেলে রোগীরা নিজেরা ভ্যাক্সিন কিনে আনেন। একাধিক রোগী একসঙ্গে কিনলে খরচ কম পড়ে, সেক্ষেত্রে তাদের সহযোগিতা করা হয়। তবে সরকারি ভ্যাক্সিনের জন্য টাকা নেওয়ার সুযোগ নেই।

তবে ভ্যাক্সিন সরবরাহ না থাকলে রোগীরা কেন হাসপাতাল থেকেই টাকা দিয়ে ভ্যাক্সিন পাচ্ছেন, সে বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি। এছাড়া অনিয়মের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাসও দেননি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence