হামলায় আহত ব্যবসায়ী ঢাবি ছাত্রদলের সাবেক নেতা, বিচ্ছিন্ন হাত-পায়ের হাড়

১২ জানুয়ারি ২০২৫, ১২:০৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
ঢাবির হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এহতেশামুল হক

ঢাবির হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এহতেশামুল হক © সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কোপানো ব্যবসায়ী নেতা এহতেশামুল হকের অবস্থা গুরুতর। চাপাতির কোপে তার এক পা ও হাত মারাত্মক জখম হয়েছে বলে মার্কেটের ব্যবসায়ী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত তৈরি হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে মাস্ক পরা ৮-১০ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহতাবস্থায় ফেলে যায় তাকে।

এহতেশামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন। তিনি মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আহত ব্যবসায়ীর ভাই মোহাম্মদ ইফতেখার রবিবার (১২ জানুয়ারি) সকালে বলেন, তাঁর ভাইয়ের হাত এবং পায়ের হাড় বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ অস্ত্রোপচার হবে। এরপর তার অবস্থা বোঝা যাবে। তার জ্ঞান থাকলেও ভালোভাবে কথা বলতে পারছেন না।

কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নেতার ভাষ্য, এহতেশামুল হক বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে তার ওপর হামলার ঘটনাটি রাজনৈতিক কারণে নয় বলে মনে করছেন তারা। তারা যতটুকু জানতে পেরেছেন, চাঁদা না দেওয়ায় এবং ব্যবসায়ীদের নির্বাচন কেন্দ্রীক দ্বন্দ্বে হামলার এ ঘটনা ঘটতে পারে।

ঘটনার সময়ের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, তিনি চিৎকার করে বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন। কয়েক দফা উঠে দাঁড়ানোরও চেষ্টা করেন। একপর্যায়ে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যান। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, চাঁদা না দেওয়ায় ‘ইমন গ্রুপের সন্ত্রাসীরা’ তাকে কুপিয়েছে। জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনও করেছেন মাল্টিপ্ল্যানসহ কয়েকটি মার্কেটের ব্যবসায়ীরা।

এহতেশামের সঙ্গে হামলার শিকার হন আরেক ব্যবসায়ী ওয়াহিদুল হাসান। তিনি রবিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তাঁর একটি হাত ও একটি পা বেশি জখম হয়েছে। হাড়ের জয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্বাভাবিক অবস্থায় ফিরবেন কিনা, নিশ্চিত করতে পারেননি চিকিৎসকরা। তবে শনিবার রাতে তার সঙ্গে কথা হয়েছে। তার জ্ঞান ফিরেছে।

মাল্টিপ্ল্যান মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, ইমন গ্রুপের লোকজন প্রায় আড়াই মাস ধরে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছেন। গত ২২ ডিসেম্বরও এক ব্যবসায়ী তাদের হাতে আক্রান্ত হন। এহতেশামকেও তারাই কুপিয়েছেন বলে মোটামুটি নিশ্চিত হয়েছেন। এ ঘটনার পর ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বাহিনী নিউমার্কেট ও ধানমন্ডি এলাকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন।

আরো পড়ুন: সমন্বয়ক মাসউদসহ বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতার ওপর ‘ডট গ্যাংয়ের’ হামলা

নিউমার্কেট থানায় লিখিত অভিযোগ দি;য়েছেন আহত ওয়াহিদুল হাসান। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে আজ রবিবার দুপুরে মাল্টিপ্ল্যান সেন্টার পরিদর্শনে যাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পরিদর্শনের পাশাপাশি তিনি ব্যবসাসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির নেতা এহতেশামুল হককে কোপানোর ঘটনায় মামলা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আরেকবার যুবক হয়ে লড়তে হবে: জামায়াত আমির
  • ২০ জানুয়ারি ২০২৬
পিএসসির গাড়িচালক আবেদ আলীর ছেলে দুদকের হাতে গ্রেপ্তার
  • ২০ জানুয়ারি ২০২৬
পে-কমিশনের শেষ সভা কাল, শুরু বেলা ১২টায়
  • ২০ জানুয়ারি ২০২৬
রংপুরের বিদায়, অবিশ্বাস্য জয়ে কোয়ালিফায়ারে সিলেট
  • ২০ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় ৯৩ শত…
  • ২০ জানুয়ারি ২০২৬
বদলির সংশোধিত নীতিমালা জারি নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9