ছিনতাইয়ের অভিযোগে র‍্যাব-পুলিশসহ গ্রেফতার ৪

০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
ছিনতাইকারী চক্রের সদস্য

ছিনতাইকারী চক্রের সদস্য © সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে র‍্যাব-পুলিশসহ চারজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো. মাকসুদ (২৬), পুশিদার হোসেন (২৮), আসাদুল হক (৪১) ও মো. ইকবাল হোসেন (৩৯)। এ ছাড়া এর সঙ্গে জড়িত পলাতক এক সাংবাদিকসহ তিন সদস্যকে গ্রেফতারে মাঠে নেমেছে বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পরিদর্শক মো. জুলহাস উদ্দিন বাদী হয়ে ছিনতাই চক্রটির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরশাদ হোসেন বলেন, 'সোমবার রাত ৮টার দিকে বিমানবন্দর এলাকায় মো. নাজমুল নামে এক ব্যক্তির কাছ থেকে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কয়েকজন। তখন তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি প্রাইভেটকারও (ঢাকা মেট্রো গ-১৭৭৪১৮) জব্দ করা হয়। এ সময় তাদের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন অন্য এক যাত্রীর স্বজন।'

তিনি আরও বলেন, 'খবর পেয়ে এপিবিএনের একটি দল ধাওয়া দিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদরদপ্তরের সামনে গাড়িটি আটক করে। এ সময় গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়। পরিস্থিতি বুঝে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় গণমাধ্যমের স্টিকারযুক্ত প্রাইভেট কারের মালিক সোহেল।'

মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে মাকসুদ ও ইকবাল র‍্যাব সদরদপ্তরে কর্মরত। পুশিদার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিবহন শাখার কনস্টেবল এবং অন্য আসামি আসাদুল হক ডায়মন্ড বিল্ডার্সে মার্কেটিংয়ে কর্মরত।

উল্লেখ্য, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে একই প্রক্রিয়ায় বিমানবন্দরসহ আশপাশের এলাকায় বিমানযাত্রী ও সহযাত্রীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে আসছিল।

আনোয়ারায় যাত্রীবাহী বাসে তল্লাশি, ইয়াবাসহ আটক ২
  • ১৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত ক…
  • ১৯ জানুয়ারি ২০২৬
সিঙ্গার বাংলাদেশে চাকরি, নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
  • ১৯ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার
  • ১৯ জানুয়ারি ২০২৬
দাবি আদায়ে ইসি সদিচ্ছা প্রকাশ না করলে সব পন্থা অবলম্বন করবো…
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র ও জামায়াতকে কেন্দ্রের আশপাশেও ঢুকতে দেব না: বিএন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9