শিল্পকলায় নাট্যকর্মীদের ওপর হামলা, আটক ২

০৯ নভেম্বর ২০২৪, ০৫:২৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
শিল্পকলা একাডেমি থেকে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

শিল্পকলা একাডেমি থেকে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। © সংগৃহীত

বাংলাদেশের শিল্পকলা একাডেমির সামনে একটি প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনা ঘটে শুক্রবার (৮  নভেম্বর)। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত ওই সমাবেশে নাট্যকর্মীরা অতর্কিত হামলার শিকার হন। সমাবেশ চলাকালে, একদল অজ্ঞাত ব্যক্তি ডিম ছুড়ে মারার মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করে।

এই ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে শনিবার (৯ নভেম্বর) জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। সংবাদ সম্মেলন চলাকালে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে—তাদের মধ্যে মহিউদ্দিন হৃদয় (৩৮) এবং রাসেল (৪২) নামের দুজন রয়েছেন।

ওই দিন শিল্পকলা একাডেমির সামনে শুরু হওয়া প্রতিবাদ সমাবেশে যখন নাট্যকার মামুনুর রশীদ তার বক্তব্য দিচ্ছিলেন, তখনই ‘ধর, ধর’ স্লোগানে সমাবেশের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এক মুহূর্তে সমাবেশের পেছন দিক থেকে কিছু লোক ডিম ছুড়ে মারে। উপস্থিত নাট্যকর্মীরা তৎক্ষণাত প্রতিরোধে এগিয়ে যান এবং কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। 

এছাড়া, গত ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনীর মাঝপথে বন্ধ করার দাবিতে কয়েকজন বিক্ষোভ করেন। এ ঘটনার পর নিরাপত্তার কারণে প্রদর্শনীর মাঝপথে নাটকটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদ হিসেবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ওই সমাবেশের আয়োজন করেছিল।

ফেডারেশনের পক্ষ থেকে হামলার প্রতিবাদে ১৫ নভেম্বর সারা দেশে প্রতিবাদ সভা আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, নাট্যকর্মীরা প্রতিরোধে একযোগে আন্দোলন চালিয়ে যাবেন এবং এ ধরনের হামলার প্রতিকার হিসেবে তারা সারা দেশে আরো সমাবেশ করবেন। 

বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে রাতে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিপিএল মাতানো মার্কিন তারকাকে বহিষ্কার আইসিসির
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage