তারাবিহ নামাজ শেষে বাড়ি ফেরার পথে দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৬:১৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM
বগুড়ার কাহালু উপজেলায় এক দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাতাঞ্জা গ্রামে তারাবিহ নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রেদোয়ান ইসলাম (১৬) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জা গ্রামের মিরাজুল ইসলামের ছেলে। সে এ বছর কাহালু উপজেলার দূর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল।
জানা গেছে, শুক্রবার পাতাঞ্জ জামে মসজিদে তারাবিহর নামাজ শেষে বাড়ি ফিরছিল রেদোয়ান। এই সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার পর লাশ ধানখেতে রেখে যায়। রাত ১০টার দিকে স্থানীয় লোকজন রেদোয়ানের রক্তাক্ত লাশ ধানখেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।