চলন্ত ট্রেনে ধর্ষণের ঘটনায় অ্যাটেনডেন্ট বরখাস্ত, বিভাগীয় মামলা

১৮ জানুয়ারি ২০২৪, ০৭:৪০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM
অ্যাটেনডেন্ট আক্কাস গাজী

অ্যাটেনডেন্ট আক্কাস গাজী © সংগৃহীত

গতকাল বুধবারের (১৭ জানুয়ারি) লালমনি এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অ্যাটেনডেন্ট আক্কাস গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে লালমনিরহাট রেল বিভাগ। এছাড়াও গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি। রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় যন্ত্র প্রকৌশলী এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে যন্ত্র প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু জানান, তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

রেলওয়ের লালমনিরহাট ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার (ডিটিও) আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অপর তিন সদস্য হলেন—তাসরুজ্জামান বাবু, রেলওয়ে হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান ভূইয়া ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট (আরএমডি) শফিকুর রহমান। কন্ট্রোল অর্ডারের মাধ্যমে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম এ নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন: চলন্ত ট্রেনে ছাত্রীকে ধর্ষণ

গতকাল (১৭ জানুয়ারি) উক্ত ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানার এএসআই রুহুল আমিন বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা যায়, রেলওয়ে পুলিশের দায়ের করা মামলায় অভিযুক্ত আক্কাস গাজীকে গ্রেপ্তারের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপরেই রাতে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬