নৌকায় ভোট না দিলে গ্যাস-বিদ্যুৎ বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৯ AM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩ AM
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নৌকা মার্কায় ভোট না দিলে ভোটারদের বাড়ির পানি-বিদ্যুৎ-গ্যাস বন্ধের হুমকি দিয়েছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। শনিবার (২৩ ডিসেম্বর) রাতে রূপগঞ্জ মুড়াপারা এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এমন হুমকি দেন। তার দেওয়া ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে শেখ ফরিদ মাসুমকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা নৌকার দায়িত্ব রূপগঞ্জে গাজী সাহেবকে (বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী) দিয়েছেন। আপনাদের ভোট গাজী সাহেবকেই নৌকা মার্কায় দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো আপনাদের যে পানি আছে, গ্যাস আছে, বিদ্যুৎ আছে, এগুলা কিছু থাকবে না। এগুলা কিচ্ছু থাকবে না।’
ছাত্রলীগ নেতার এই বক্তব্য নিয়ে মন্তব্য ও প্রতিক্রিয়া করে ওই আসনের প্রার্থী ও তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, রূপগঞ্জে নৌকায় ভোট না দিলে ছাত্রলীগ নেতা কর্তৃক রূপগঞ্জের ভোটারদের পানি, বিদ্যুৎ ও গ্যাস বন্ধ করে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে, বিষয়টি প্রশাসনের কাছে উপস্থাপন করেছি। ছাত্রলীগের ওই নেতাকে গ্রেফতার করা হবে বলে প্রশাসন জানিয়েছে।
এই বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুমের মোবাইলে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। তবে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘ভিডিওটি কেটে আমার কথা বিকৃতি করেছে বিএনপি-জামায়াত। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, নির্বাচন বানচালের জন্য রূপগঞ্জের একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। এ বিষয়ে সবাই সোচ্চার থাকবেন।’
অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল বলেন, রবিবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ছাত্রলীগের ওই নেতার বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার মাহমুদুল হক অভিযুক্ত ওই নেতাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। তাকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।