বিএনপি-পুলিশ সংঘর্ষে একজন নিহত

কুলিয়ারচরে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন
কুলিয়ারচরে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন  © প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অবরোধ কর্মসূচি চলাকালে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা গেছে। এতে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

তবে দুজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিএনপি। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। একজনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলার পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ।

তিনি বলেন, একজন মারা গেছে বলে তথ্য রয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর বলে শুনেছেন। হামলায় ওসিসহ ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আরো পড়ুন: অবরোধে জবির বাস ভাঙচুর, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

এদিকে বিএনপি দাবি করেছে, মিছিলে পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন। তারা হলেন- ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়া। এছাড়া শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি দলটির।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence