সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

আদালত প্রাঙ্গনে আহাজারি
আদালত প্রাঙ্গনে আহাজারি   © সংগৃহীত

রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যার দায়ে জামাল পত্তনদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ রবিবার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন।

নিহত রিপন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মোহন মণ্ডলের ছেলে। তিনি ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। দণ্ডপ্রাপ্ত জামাল পত্তনদার একই ইউনিয়নের উত্তর দৌলতদিয়ার ফেলু মোল্লার পাড়ার মো. হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রিপন ঢাকা থেকে দৌলতদিয়া আসেন। ওই দিন রাত তিনটার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মামা খলিল মণ্ডল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী উজীর আলী বলেন, রিপন হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যেহেতু ১০ জনকে খালাস দেওয়া হয়েছে, সেহেতু বাদীপক্ষ খুশি না হলে উচ্চ আদালতে আপীল করতে পারে।


সর্বশেষ সংবাদ