শিক্ষার্থীকে ধর্ষণ, জমি লিখে দেওয়ার শর্তে জামিন শিক্ষকের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০৭:৫৭ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৩, ০৮:০৮ PM
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন সাজা ও পরবর্তীতে তাকে বিয়ে করেন ধর্ষক আব্দুর রহিম। সেই সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে উচ্চ আদালতে চান জামিন। ভিকটিমকে এক একর জমি লিখে দেওয়ার শর্তে ধর্ষকের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত মাসে এ আদেশ দেন।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী গণমাধ্যমকে বলেছেন, বাদী হলফনামা দিয়ে বলেছেন যে আসামি জামিন পেলে তার কোন আপত্তি থাকবে না। তবে আমরা বলেছি যে, যিনি ভিকটিম তাকে এই আসামি বিয়ে করেছেন। এখন জামিন পেয়ে ওই আসামি যদি ভিকটিমকে তালাক দেয় তখন কি হবে।
আরও পড়ুন: ‘স্কুলে শিক্ষার্থীদের প্রশ্ন করতে নিরুৎসাহিত করা হয়’
এ কারণে ওই নারীর নামে স্থাবর সম্পত্তি লিখে দেওয়ার শর্তে জামিন মঞ্জুর করলে আমাদের আপত্তি নাই। এরপরই ভিকটিমের নামে এক একর জমি লিখে দেওয়ার শর্তে আসামির জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এক স্কুলছাত্রী (১৬) ডেকে নিয়ে ধর্ষণ করেন রাঙামাটির লংগদু উপজেলার আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
এর ৯ দিন পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় মামলা করা হয়। সেই মামলায় গত বছরের ২৯ নভেম্বর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা করেন।