মাইক্রোবাসে আগুন লেগে প্রাণ হারালেন পাঁচজন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জুন ২০২৩, ১২:১০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ফরিদপুর জেলার ভাঙ্গায় একটি মাইক্রোবাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।শনিবার (২৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে এ এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম। তিনি বলেন, সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগার পরে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে।
আগুনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পরে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে বলে জানান ওসি।