সায়েন্সল্যাবে বিস্ফোরণের কারণ জানাল সিটিটিসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৫:২২ PM , আপডেট: ০৫ মার্চ ২০২৩, ০৫:৫০ PM
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণের কারণ জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল ইউনিট)।
আজ রোববার (৫ মার্চ) বিকেলে বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রহমত উল্লাহ জানান, লাইনে জমে থাকা গ্যাস থেকে ভবনে বিস্ফোরণ হয়েছে। এর আগে ফায়ার সার্ভিস জানায়, তাদের প্রাথমিক ধারণা যে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে।
আরও পড়ুন: সৌন্দর্যবর্ধন ও স্টাডির নামে পবিপ্রবিতে আফিম চাষ!
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: সায়েন্সল্যাবে ভবন ধসে নিহত ৩, আহত ১৪
এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। নিহতরা হলেন- শফিকুজ্জামান (৪৫), আব্দুল মান্নান (৬৫) ও তুষার (৩৫)। আহত ও দগ্ধ ১৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।