বাঙলা কলেজসহ পলিটেকনিকের আরও ২ শিক্ষার্থীকে কুপিয়ে জখম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১২:৩৪ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
রাজধানীর বাঙলা কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে মাদকসেবীরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা পলিটেকনিকের আরও শিক্ষার্থীও গুরুতর আহত হয়েছেন। রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকার খালেক পেট্রল পাম্পের পাশে মাদক সেবনে বাধা দেওয়ায় মাদকসেবীরা ওই তিন শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে বলে জানা গেছে।
শুক্রবার (০৩ মার্চ) রাতের এ ঘটনায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহত শিক্ষার্থীরা হলেন- কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউটের শিক্ষার্থী আরাফাত ইসমাইল আলিফ (১৮), মিরপুর পলিটেকনিকের শিক্ষার্থী তানভির খান হেমন্ত (১৯) ও মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান রাহী (১৮)। তারা তিনজনই দারুস সালামের বাসিন্দা।
এদের মধ্যে আরাফাতের অবস্থা আশংকাজনক বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
আহতদের বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার তানভির খানের জন্মদিন কেক কাটার পর সন্ধ্যার দিকে বন্ধুরা মিলে খালেক পেট্রল পাম্পের পাশে আড্ডা দিচ্ছিলেন। সেসময়ে পাশে অন্ধকারে বেশ কয়েকজনকে মাদক সেবন করতে দেখে আরাফাত মানা করেন।
এ নিয়ে কথার জের ধরে এক পর্যায়ে মাদকসেবনকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করতে শুরু করে। পরে অন্য দুজন এগিয়ে গেলে তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নিয়ে আসেন।
বাচ্চু মিয়া জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।